ফরিদপুরে অজ্ঞান পার্টির খপ্পরে সাত গরু ব্যবসায়ী ও বিক্রেতা, খোয়া গেছে তিনলাখ ৪০ হাজার - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, September 23, 2015

ফরিদপুরে অজ্ঞান পার্টির খপ্পরে সাত গরু ব্যবসায়ী ও বিক্রেতা, খোয়া গেছে তিনলাখ ৪০ হাজার

নিউজ টুডে ফরিদপুরঃ
ফরিদপুরে পৃথক ঘটনায় অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়ে পাঁচ গরু বিক্রেতা ও দুই ব্যবসায়ী অসুস্থাবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের কাছ থেকে খোয়া গেছে তিনলাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
এরা হলেন সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাঁট গোবিন্দপুর গ্রামের গরু বিক্রেতা রাধাবল্লভ (৫২) তার ছেলে, কলেজছাত্র নারায়ন (১৮), জামাতা গজারিয়ার দীনেশ (৩০) ও শ্যালক রাজবাড়ীর নিখিল চন্দ্র, গরু ব্যবসায়ী ভাঙ্গা উপজেলার মালিগ্রামের হান্নান কাজী (৩৮) ও নাসির মাতবর (৩৫) এবং নগরকান্দার বেলায়েত মল্লিক (৩৫)।
কোতয়ালী থানা পুলিশ ও আক্রান্তদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার ছিল ফরিদপুরের টেপাখোলায় গরুর হাঁট। হাঁটে গরু বিক্রি করে ৪০ হাজার টাকা নিয়ে রাতে হাঁট গোবিন্দপুরের বাড়ীতে ফিরছিলেন রাধাবল্লভ, নারায়ন, দীনেশ ও নিখিল। ফরিদপুর নতুন বাসষ্টান্ড থেকে বাসে চেপে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় পৌছে শসা কিনে খাওয়ার কিছুক্ষন পর থেকেই একে একে অসুস্থ হতে থাকেন। কানাইপুর বাসষ্টান্ডে পৌছালে বাসের কর্মীরা অজ্ঞান চার ব্যক্তিকে নিচে নামিয়ে রেখে যান। এসময় টহলরত পুলিশের উপ-পরিদর্শক বিপুল কুমার তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই পুলিশ কর্মকর্তা জানান, আক্রান্তরা সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরেক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন নগরকান্দার বেলায়েত মল্লিক। ভাইয়ের একটি গরু বিক্রি করা টাকা নিয়ে শেষ বিকালে দলবদ্ধভাবে বাড়ী ফেরার সময় শসা কিনে খান তিনি। কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়লে সহযোগীরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় অন্যরা শসা না খাওয়ায় তারা অসুস্থ হয়নি বিধায় কোন টাকাপয়সা খোয়া যায়নি।
অপর এক ঘটনায় ফরিদপুরে টেপাখোলা বাজারে গরু কেনাবেচার উদ্ধেশ্যে বাড়ী থেকে তিন লাখ টাকা নিয়ে যাওয়ার সময় শসা খেয়ে অসুস্থ হয়ে পড়েন দুই গরু ব্যবসায়ী ভাঙ্গা উপজেলার মালিগ্রামের হান্নান কাজী ও নাসির মাতবর। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
অসুস্থরা সবাই বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিবিৎসাধীন রয়েছেন। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages