ফরিদপুরে ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউটের স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, October 18, 2015

ফরিদপুরে ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউটের স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত

মামুন আল জিহাদঃ
ফরিদপুরে ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউটে স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আওতায় স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের কমলাপুর ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউটের ড্রইং হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় প্রতিষ্ঠানের ৫ টি বিভাগের শিক্ষার্থীরা ১২ টি প্রজেক্ট উপস্থাপন করে। ১২ টি প্রজেক্টের মধ্যে  স্বল্প খরচে মাল্টিমিডিয়া প্রজেক্ট তৈরী করন, ডিপ্লোমা ইঞ্জনিয়ারদের রেজাল্ট এ্যাপস ও ফ্লাট/ অফিস সিকিউরিটি সিষ্টেম যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।
প্রতিযোগিতায় বিচারক হিসাবে সকল প্রজেক্ট পরিদর্শন করেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার সালাউদ্দীন আহমেদ, টিটিসি’র অধ্যক্ষ মিজানুর রহমান, প্রেস ক্লাবের প্রতিনিধি ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান, ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ পল  শ্যামল হালদার, উপাধ্যক্ষ বলরাম চন্দ্র দে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মান্নান মিয়া, ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ইমরান হোসেন, ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল হক, কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান রুপা বেগম, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান মালা বিশ^াস প্রমুখ।
উল্লেখ্য, প্রধম ও দ্বিতীয় স্থান অধিকারী দুইটি প্রজেক্টই কম্পিউটার বিভাগের তৈরী। কম্পিউটার বিভাগের এ কৃতিত্বের জন্য ছাত্রদেরকে অভিনন্দন জনান কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান রুপা বেগম। আগামী ২১ নভেম্বর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার কারী তিনটি প্রজেক্ট আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগীতার জন্য ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটে উপস্থাপন করা হবে।#

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages