ফরিদপুরে নানা আয়োজনে শেখ রাসেলের ৫১তম জন্মবার্ষিকী পালিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, October 18, 2015

ফরিদপুরে নানা আয়োজনে শেখ রাসেলের ৫১তম জন্মবার্ষিকী পালিত

নিউজ টুডে ফরিদপুর, ১৮ অক্টোবরঃ
ফরিদপুরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুননেসা মুজিবের  কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৫১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আব্দুর রশীদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, শিশু একাডেমির সংগঠক ফাতেমা বেগম প্রমুখ।
সভা শেষে অতিথিরা ৫১ পাউন্ড ওজনের কেক কাটা হয়। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages