ফরিদপুরে পল্লী চিকিৎসকদের মানববন্ধন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, February 18, 2018

ফরিদপুরে পল্লী চিকিৎসকদের মানববন্ধন

পল্লী চিকিৎসক,মানববন্ধন,জেল, জরিমানা, মোবাইল কোর্ট
ফরিদপুর প্রতিনিধি, ১৮ ফেব্রুয়ারী
হয়রানী বন্ধের দাবীতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পল্লী চিকিৎসকরা। রবিবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে পল্লী চিকিৎসকবৃন্দরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে।

দক্ষিন বঙ্গ গ্রাম ডাক্তার কল্যান সমিতি ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি ফরিদপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধীক পল্লী চিকিৎসক অংশ নেয়।

মানববন্ধন চলাকালে দক্ষিন বঙ্গ গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি সৈয়দ মোকাররম আলী, সাধারণ সম্পাদক অসিত কুমার নাগ, সহ সভাপতি আফজাল হোসেন, শাহ আলম মিয়া ও আবুল কালাম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
পল্লী চিকিৎসক,মানববন্ধন,জেল, জরিমানা, মোবাইল কোর্ট



এসময় বক্তারা বলেণ, বাংলাদেশ সরকার ও উচ্চ আদালত তাদের প্যাকটিস করার অনুমতি ও পল্লী চিকিৎসক লেখার অনুমতি দিলেও জেলা প্রশাসন কিছু কর্মকর্তা বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালতের নামে হয়রানী করে আসছে। তাদের দাবী কোন কাগজপত্র না দেখেই জেল জরিমানা করছে। এমনকি কিছু কর্মকর্তা ভ্রাম্যমান আদালতে গিয়ে অসাধাচারণ করেন।

বক্তার বলেণ, আমাদের মধ্যে কারো সনদ না থাকলে, কেউ চিকিৎসক লিখলে তার বিরুদ্ধে যে ব্যাবস্থা নেয়া হবে না কেন আমরা সাথে থাকবো। কিন্তু ঢালাও ভাবে সবার বিরুদ্ধে মামলা জেল জরিমানা বন্ধ করতে হবে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages