ফরিদপুরে বিএনপির স্মারকলিপি প্রদান - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, February 18, 2018

ফরিদপুরে বিএনপির স্মারকলিপি প্রদান

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির উদ্যোগে জেলা প্রশাসকের কাছে স্মারকরিপি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছার নেতৃত্বে জেলা আইনজীবী সমিতির কার্যালয় থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে  জেলা প্রশাসকের কার্যালয়ে যায়।


এ সময় পুলিশ তাদের ওই কার্যালয়ের প্রধান ফটকে আটকে দেয়। পরে নেতাকর্মীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে জেলা প্রশাসকের কাছে দেওয়ার জন্য তার গোপনীয় সহকারির কাছে স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি শহীদ পারভেজ, খন্দকার নাসিরুল ইসলাম, হামিদুল হক ঝন্টু, গোলজার হোসেন মৃধা, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খোন্দকার ফজলুল হক টুলু, দেলেয়ার হোসেন দিলা প্রমুখ উপস্থিত ছিলেন।


ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কথিত বিচারের নামে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো একটি ষড়যন্ত্রের অংশ। কিন্তু কোনো ষড়যন্ত্রই তাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages