চরভদ্রাসনে দুই বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন সাংসদ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, February 17, 2018

চরভদ্রাসনে দুই বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন সাংসদ

চরভদ্রাসনে ভবন উদ্বোধন করলেন এমপি নিক্সন চৌধুরী
নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুরে একটি জুনিয়র উচ্চ বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমীক ভবনের উদ্বোধন করেছেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী(নিক্সন)।

শুক্রবার চর সালেপুর আব্দুল হাই খান হাট উচ্চ বিদ্যালয় ও আমিন খান হাট উচ্চ বিদ্যালয়ের এই নব নির্মিত ভবনের উদ্বোধন করেন সাংসদ।


এ সময় উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম, উপ সহকারী প্রকৌশলী আমিরুল ইসলাম, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমির হোসেন খান, সাবেক চেয়ারম্যান কে.এম ওবায়দুল বারী দিপু, ব্যাবসায়ী মো. আনোয়ার আলী মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।
চরভদ্রাসনে ভবন উদ্বোধন করলেন এমপি নিক্সন চৌধুরী

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রকল্পের আওতায় ফরিদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবন দুইটি নির্মান কাজ বাস্তবায়ন করে। চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন দুইটির নির্মান ব্যায় ছিল ১ কোটি ৫৯ লক্ষ্য ৬৩ হাজার ২৭৪ টাকা। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages