ফরিদপুরে ছিনতাই এর কবলে পড়ে আহত দুই কর্মজীবি নারী, একজনের অবস্থা গুরুতর। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, February 17, 2018

ফরিদপুরে ছিনতাই এর কবলে পড়ে আহত দুই কর্মজীবি নারী, একজনের অবস্থা গুরুতর।

ছিনতাই এর কবলে পড়ে আহত দুই কর্মজীবি নারী
ফরিদপুর প্রতিনিধি, ১৭ ফেব্রুয়ারীঃ
ফরিদপুর শহরে ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হয়েছেন দুই কর্মজীবি নারী। এরা হলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল(ফমেক) এর নার্স সুপার ভাইজার অরুনীমা বিশ্বাস অপর জন হলেন বেসরকারী উন্নয়ন সংস্থা প্রশিকার কর্মী বর্ণা দাস।

এদের মধ্যে অরুনীমা বিশ্বাস এর অবস্থা গুরতর। তাকে এয়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে নেয়া হয়েছে। অরুনীমা ফরিদপুর মেডিকেল কলেজ এর চিকিৎসক নৃপেন্দ নাথ এর স্ত্রী।

ছিনতাই এর দুইটি ঘটনাই পৌর এলাকার ১ কিলোমিটার এলাকার মধ্যে এবং এক ঘন্টার ব্যাবধানে।
ছিনতাই এর কবলে পড়ে আহত দুই কর্মজীবি নারী


অরুনীমা’র পরিবার ও মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে শহরের ঝিলটুলির বাসা থেকে রিক্সা যোগে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। এসময় ভুমি অফিসের সামনে তার রিক্সা এসে পৌছেলে মটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তার ব্যাগ হেচকা টান দেয়। এসময় রাস্তায় পড়ে মাথায় আঘাত পান অরুনীমা।


অরুনীমার চিৎকারে আশে পাশের লোক জন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে এয়ার এ্যম্বুলেন্স যোগে তাকে ঢাকায় প্রেরন করা হয়।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম মো. আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মাথায় গুরুতর আঘাতে আহত অরুনিমা বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ছিনতাই এর কবলে পড়ে আহত দুই কর্মজীবি নারী


অরুনীমা’র স্বামী ডা. নৃপেন্দ্র নাথ জানান, অরুনীমাকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো ওর জ্ঞান ফেরেনি। এদিকে অরুনীমা’র এই অবস্থা জেনে তার বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।

এদিকে, এর ঘন্টা খানেক আগে সকাল সোয়া ৬টার সময় বর্ণা দাস (৪৫) নামে বেসরকারি সংস্থা প্রশিকার এক কর্মী ঝিলটুলীর বাসা থেকে  রিকশায় করে বাসস্ট্যান্ড যাওয়ার পথে সোনালী ব্যাংক মোড়ে ছিনতাইয়ের শিকার হন। দুটি মোটরসাইকেলে ৪ আরোহী তার রিকশার গতিরোধ করে। তারা বর্ণা দাসের ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ছিনতাই এর কবলে পড়ে আহত দুই কর্মজীবি নারী


তার ভাই নারায়ণ দাস জানান, বর্ণার ছিনিয়ে নেওয়া ব্যাগে অফিসের ২০ হাজার টাকা ও তার ব্যবহৃত একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন ছিল।

ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইন চার্জ মো. নাজিম উদ্দিনন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা পুলিশের একাধীক টিম মাঠে রয়েছে। কাউকে ছাড় দেয়া হবে। দ্রুতই অপরাধীদের ধরতে পারবো বলে আশা করছি। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages