চরভদ্রাসনে পদ্মা নদীর ভাঙ্গন রোধের দাবীতে মানববন্ধন(ভিডিও) - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, February 11, 2018

চরভদ্রাসনে পদ্মা নদীর ভাঙ্গন রোধের দাবীতে মানববন্ধন(ভিডিও)

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের চরবদ্রসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের পদ্মা নদী পাড়ে ভাঙ্গন রোধের দাবীতে ঘন্টব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। রবিবার বেলা দশটার দিকে গাজীরটেক ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন এ মানব বন্ধনে অংশ গ্রহন করে।

গত কয়েক বছরের ভাঙ্গনের ফলে গাজীরটেক ইউনিয়নের চর হেসেনপুর,জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবী জানানো হয় মানববন্ধন থেকে।


ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ জি এম বাদল আমিন, ভাইস চেয়ারম্যন মো. কাউসার হোসেন, গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী প্রমুখ বক্তব্য রাখেন।


এ ব্যাপারে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান চর হেসেনপুর, জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের ১৮২৫ মিটার দৈর্ঘ্য ভাঙ্গন রোধে একটি প্রকল্প প্রি-একনেকে অনুমোদনের জন্য অপেক্ষমান রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারী প্রি-একনেক বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্তর পর বিস্তারিত বলা যাবে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages