মধুখালীতে মহা নামযজ্ঞানুষ্ঠান - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, March 14, 2018

মধুখালীতে মহা নামযজ্ঞানুষ্ঠান

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার শ্রীপুর কর্মকার পাড়ার মহানামযজ্ঞ ও মানব প্রেমের মহা প্রভূর ভোগ বৃহস্পতিবার অনুষ্টিত হবে। বার্ষিক এই অনুষ্ঠান এ অঞ্চলের মানুষের ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলনমেলা এবং সারা বছরের প্রত্যাশিত সম্মিলন। বিভিন্ন ধর্ম-বর্ণ, রাজনৈতিক ভাবাদর্শের মানুষ এখানে আলিঙ্গনের মাধ্যমে সুখ শান্তি ভাগাভাগী করছেন। স্থানীয় সকলেই খোঁজ খবর নিচ্ছেন এ অনুষ্ঠানের সাফল্যের।
আনন্দবাজার খ্যাত মানব সেবা কেন্দ্রে দ্বায়িত্বরত আনন্দ কর্মকার বলেন, আজ পর্যন্ত কর্মযজ্ঞের ৪ দিনে প্রায় ৭০০ কেজি চাউলের অন্য পরিবেশন হয় যা আগামীকালে প্রায় ১,০০০ কেজিতে রুপান্তর হবে, কিন্তু আফসোস আগামীকালের পর এ সেবার সুযোগ আর পাবো না। মধুখালী বাজারের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী ও মধুখালী বাজার কেন্দ্রীয় পূজা উদ্যাপন ও নামযজ্ঞ কমিটির সভাপতি মনোজ সাহা বলেন, স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পৃষ্ঠপোষকতায় ধর্মীর সম্প্রীতির এ পূণ্যধামে আমরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করি।

তরুন রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতা মির্জা মাজহারুল ইসলাম মিলন সার্বক্ষনিক তদারকীর মাধ্যমে মহানামের আইন শৃঙ্খলাসহ সার্বিক তদারকী করছেন। সহ-সভাপতি দেবাশীষ কর্মকার বলেন, অন্যান্য বছরের তুলনায় আমাদের লোক সমাগম বেশী। অনুষ্ঠানস্থানে দেখা যায় যে কখনও নিজের খাবারটি প্লেটে তুলে খায়নি সেও অন্যের এটো-কাটা পরিস্কার করছে। সমতা আনয়নের কৌশল হিসাবে ভিক্ষার টাকায় এমন অনুষ্ঠান করার বিধান থাকায় সবাই নত ও বিনিত হবার প্রবণতা শিখছে।



No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages