নগরকান্দায় আগুনে পুড়ে মরলো তিন গরু - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, March 12, 2018

নগরকান্দায় আগুনে পুড়ে মরলো তিন গরু

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের নগরকান্দায় অগ্নিকান্ডে গোয়ালঘরসহ তিনটি গরু ভস্মিভূত হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের খোকন সরদারের বাড়ীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের খোকন সরদারের গোয়ালঘরে রোববার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে হঠাৎ আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে আপ্রান চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে গোয়ালঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়। এ সময় গোয়ালঘরের মধ্যে থাকা তিনটি গরু আগুনে পুড়ে মারা যায়। আগুন নেভাতে গিয়ে গরুর মালিক খোকন সরদার অগ্নিদগ্ধ হয়ে আহত হন।


আহত অবস্থায় তাকে প্রথমে নগরকান্দা উপজেলা হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগুনের সুত্রপাত জানা যায়নি। গোয়ালঘরের মধ্যে থাকা জ¦লন্ত কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা জানান।

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেছেন।#

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages