‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না’-সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, March 12, 2018

‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না’-সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী

ফরিদপুর প্রতিনিধি, ১২ মার্চঃ
ফরিদপুর-২ আসনে সাংসদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্র্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করতে পারবে না। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখনই নিজেদের মধ্যে ভেদাভেদ থাকলে সেটা ভূলে গিয়ে শেখ হাসিনার ছায়াতলে এসে নৌকা পক্ষে কাজ করুন, তবে আবারো আামরা রাষ্ট্রিয় ক্ষমতায় থাকতে পারবো।

সোমবার বিকালে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারে কৃষ্ণপুর আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি।


স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন ফকিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশ পরিচালনার এই সময় কালে দেশে যে উন্নয়ন হয়েছে তা ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে । তিনি দলীয় নেতা কর্র্মীদের সরকারের উন্নয়নের কথা ঘরে ঘরে গিয়ে প্রচার করতে অনুরোধ করেন।

সভায় আরো বক্তব্য রাখেন, সদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান, নগরকান্দা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু, সালথা উপজেলা চেয়ারম্যান অহিদুজ্জামান, নগরকান্দা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।

জনসভার আগে সংসদ উপনেতা কৃষ্ণপুর ইউনিয়নের স্থানীয় সরকার বিভাগের ২ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যায়ে সাড়ে ৫ কিলো মিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্ভোধন করেন। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages