ফরিদপুরে নানা আয়োজনে মা দিবস পালিত (ভিডিও) - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, May 13, 2018

ফরিদপুরে নানা আয়োজনে মা দিবস পালিত (ভিডিও)


নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১১টায় ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এছাড়া জেলার নয় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই সাথে এই কর্মসূচি পালিত হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সারদা সুন্দরী বালিকা বিদ্যালয়ে প্রথমেই শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিক কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর পরে সন্তানদের হাত দিয়ে মায়েদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামসুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মন্ডল, স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নির্মলন্দ চক্রবর্তী শংকর প্রমুখ । #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages