জিয়াউর রহমান ছিলেন একজন সৎ ও পরিশ্রমী রাষ্ট্রপতি ---চৌধুরী কামাল ইবনে ইউসুফ। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, May 31, 2015

জিয়াউর রহমান ছিলেন একজন সৎ ও পরিশ্রমী রাষ্ট্রপতি ---চৌধুরী কামাল ইবনে ইউসুফ।

নিউজ টুডে ফরিদপুরঃ
বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, আজকাল রাজনীতিবীদ ও মন্ত্রীদের দেখলেই মানুষ তাকে দুর্নীতিবাজ বলে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সৎ ও পরিশ্রমী রাষ্ট্রপতি। অত্যন্ত সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন জিয়া।  তার মতো সৎ ও পরিশ্রমী রাষ্ট্রপতি এদেশে আর আসবে না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ রোববার বিকেলে স্থানীয় অম্বিকা হলে  শহর ও কোতয়ালী বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বিএনপি আগেও দেশের সবচেয়ে বড় দল ছিল, এখনও আছে। ধৈর্য্য ধরুন, আগামীতেও বিএনপি সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে সরকার গঠন করবে। সুষ্ঠ ও অবাধ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে উল্লেখ করে তিনি বলেন, বিগত সিটি নির্বাচনে ভোট কারচুপি না হলে ৩ সিটির মেয়রই বিএনপির হতো।  ফরিদপুরের বিএনপিকে শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, আগামীতে দলকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে যুবদলের কেন্দ্রিয় কমিটির নেতা মাহবুবুল হাসান ভুইয়া পিংকু দলের নেতাকর্মীদের প্রতি শহীদ জিয়ার আদর্শে দল গঠনের জন্য অনুরোধ জানান। শহর বিএনপির সভাপতি জাহাঙ্গির মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, সাবেক ছাত্রনেতা গোলাম রব্বানী রতন, কোতয়ালী থানা যুবদলের সভাপতি রঞ্জন চৌধুরী, বিএনপি নেতা হাজ্জাজ বিন ইউসুফ, ছাত্রদল নেতা আদনান হোসেন অনু প্রমুখ। সভা পরিচালনা করেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ। #
নিউজ টুডে ফরিদপুর, ৩১ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages