ফরিদপুরে র‌্যাবের অভিযান. অপহরনকারী আটক, অপহৃতাকে উদ্ধার। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, June 1, 2015

ফরিদপুরে র‌্যাবের অভিযান. অপহরনকারী আটক, অপহৃতাকে উদ্ধার।

নিউজ টুডে ফরিদপুর, ১ জুন।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প এর সদস্যরা ফরিদপুরের সদরপুরে অভিযান চালিয়ে নারায়নগঞ্জ থেকে আপহৃত ১৪ বছর বয়ষী এক কিশোরীকে উদ্ধার করেছে। এসময় আটক করা হয়েছে অপহরনকারীকে।
র‌্যাব জানিয়েছে, নারায়গঞ্জ থেকে র‌্যাবের সিপিসি ১ এর তথ্য পেয়ে র‌্যাব ফরিদপুরের সদরপুর উপজেলায় অভিযান চালায় রবিবার রাতে। পরে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কাজী জাফর আহমেদের বাড়ি থেকে সম্প্রতী নারায়নগঞ্জ থেকে অপহৃত ১৪ বছর বয়ষী ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এসময় অপহরনকারী ওই গ্রামরে কাজী জাফরের ছেলে কাজী লেলিন(১৮) কে আটক করেছে র‌্যাব।  র‌্যাব জানায় গত ২৭ মে উদ্ধার হওয়া ওই কিশোরী বাসা থেকে কোচিং এর উদ্যেশ্যে বের হয়ে আর বাসায় ফিরে নাই। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে ফতুল্লা থানায় জিডি করে। উদ্ধার হওয়া কিশোরী র‌্যাবকে জানিয়েছে লেলিন তাকে ফুসলিয়ে অপহরন করে নিয়ে এসে আটকে রাখে। র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান জানিয়েছেন, উদ্ধার হওয়া কিশোরী ও অপহরনকারী লেলিনকে নারায়নগঞ্জ ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। #
নিউজ টুডে ফরিদপুর, ১ জুন, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages