নগরকান্দায় ২ মাস পর সাগরির লাশ উত্তোলন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, July 27, 2015

নগরকান্দায় ২ মাস পর সাগরির লাশ উত্তোলন

নগরকান্দা প্রতিনিধি, ২৭ জুলাই
ফরিদপুরের নগরকান্দায় নিহত সাগরি(১৯)র লাশ ২ মাস পর পূনঃময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেরুবা ইসলাম এর উপস্থিতিতে সোমবার দুপুরে  উপজেলার বাবুর কাইচাইল গ্রামের ফুলতলা কবরস্থান থেকে সাগরির লাশ উত্তোলন করা হয়। গত ২৭ মে নগরকান্দা থানা পুলিশ উপজেলার বাবুর কাইচাইল গ্রামের নিজ বাড়ীর উঠানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সাগরির লাশ উদ্ধার করে। ঐ দিনই সাগরির মা শেফালি বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। সাগরি আত্মহত্যা করেছে মর্মে ময়না তদন্তের প্রতিবেদন দাখিল হওয়ায় সাগরির মা শেফালি বেগম পূনঃ ময়না তদন্তের আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সাগরির লাশের পূনঃ ময়না তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে গতকাল সোমবার দুপুরে সাগরির লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে। #
নিউজ টুডে ফরিদপুর, ২৭ জুলাই, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages