ফরিদপুরে অন্তঃসত্তা গৃহবধুর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবী হত্যা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, August 5, 2015

ফরিদপুরে অন্তঃসত্তা গৃহবধুর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবী হত্যা

ফরিদপুর, ৫ অগাষ্ট
ফরিদপুরের সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হ্যাপী আক্তার (১৮) নামের ছয় মাসের অন্তঃসত্তা গৃহবধুকে হত্যার দাবী করেছে তার (গৃহবধুর) পিতার পরিবার। বুধবার সকালে স্বামীর বাড়ীতে তার রহস্যজনক মৃত্যু হয়। নিহত হ্যাপী ঈশান গোপালপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। খবর পেয়ে পুলিশ দুপুরে হ্যাপীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
হ্যাপীর বাবা মো. হুমায়ুন শেখ জানায়, আটমাস আগে হ্যাপী একই গ্রামের লুৎফর ব্যপারীর ছেলে রাকিব ব্যাপারীকে (২৫) ভালবেসে বিয়ে করে। এরপর থেকে হ্যাপীর সাথে তার (পিতার) পরিবারের যোগাযোগ বন্ধ ছিল। তিনি জানান, বুধবার সকালে রাকিবের পরিবারের পক্ষ থেকে ফোন করে হ্যাপী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানানো হয়। তিনি আরো জানান, হ্যাপী ছয় মাসের অন্ত:সত্ত্বা ছিল। হ্যাপীর বাবা হ্যাপীকে বিভিন্ন সময় নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করে বলেন, হ্যাপীকে হত্যা করা হয়েছে। সে আত্মহত্যা করার মত মেয়ে ছিলনা।
এ প্রসঙ্গে কোতয়ালী থানার পুলিশ উপ-পরিদর্শক মিরাজুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। #
নিউজ টুডে ফরিদপুর, ৫ অগাষ্ট, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages